পাবনায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পাবনায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। পাবনা জেলা প্রশাসন দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসুচী পালন করে। ১৫ আগস্ট সোমবার সূর্য্যদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত রাখা, ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, আলেখ্য অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দুপুরে কোরান খানী, দোয়া, প্রার্থনা, এতিম শিশুদের উন্নত খাবার পরিবেশন সহ নানা কর্মসুচী পালন করে।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বেএসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তাসামিউল ইসলাম প্রমূখ।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শোক র‌্যালী, রক্তদান, আলোচনাসভা ও স্মৃতিচারণ, খাবার বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদও আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ জেলা যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবমহিলা লীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শোক র‌্যালী, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। সোমবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাচ ধারণ করেন। সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবন হতে শোক র‌্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জাতির পিতার জম্মশতবর্ষ স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়ে গিয়ে শেষ হয়। সেখানে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।
জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা পৌরসভা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শোক র‌্যালী, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, প্রকৌশলী ওবায়দুল হক, সচিব দুলাল উদ্দিন, কাউন্সিলর আনোয়ারা রহমান আনু প্রমূখ। পরিচালনা করেন নুরুল আলম বিশ^াস লিন্টু।
গণপুর্ত বিভাগ জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন তত্বাবধায়ক প্রকৌশলী দেবাশিষ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, মারুফ হোসেন, মিজানুর রহমান, মিরাজুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারী গণ।
জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সহ কর্মকর্তা কর্মচারী গণ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মন্ডল, প্রকৌশলী এইচএএম রবিউল আওয়াল রিজভী,ফারুক হোসেন সহ কর্মকর্তা কর্মচারী গণ।
বিভাগীয় বন বিভাগ জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, রেঞ্জ অফিসার রঞ্জিবুল আমিন, এনামুল হক, গোলাম নবী সহ কর্মকর্তা কর্মচারী গণ।
সড়ক ও জনপথ বিভাগ জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন তত্বাবধায়ক প্রকৌশলী শমীরণ রায়, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ,প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী সাদেকুর রহমান সহ কর্মকর্তা কর্মচারী গণ।
সিভিল সার্জন জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. সৌমিত্র বসাক,ডা. জাহিদ হাসান, ডা. রহিম উদ্দিন. রবিউল ইসলাম, আব্দুস সাত্তার সহ কর্মকর্তা কর্মচারী গণ। এদিনেও জেলার বিভিন্ন ইউনিয়নে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর ইসলাম, ইন্সেপেক্টও রেজাউল ইসলাম, মতিয়ার রহমান, শরীফুল ইসলাম, মোহম্ম্দ আলী সহ কর্মকর্তা কর্মচারী গণ।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন ডিসি বিশ্বাস রাসেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন সহ মুক্তিযোদ্ধা গণ।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসে জেলা পরিষদে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা কারাগার জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা সুপার কুতুব উদ্দিন প্রধান সহ কর্মকর্তা কর্মচারী গণ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *