পাবনা প্রতিনিধি : পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ও শিক্ষা প্রতিষ্ঠানের চারুশিল্পিদিরে অংশ গ্রহনে চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়।
শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই কর্মশালা চলে। কর্মশালার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
রংতুলির আঁচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক চিত্রাঙ্কন কর্মশালায় প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের নানা সময়ের স্থিরচিত্র রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন চারুশিল্পরা। স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদ পাবনার আয়োজনে দিনব্যাপী কর্মশালায় ২০ জন চারুশিল্পী অংশ গ্রহন করেন।
উদ্বোধনী বক্তব্যে গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ বাঙালী নারী থেকে বাবার আদর্শকে ধারন করে দেশের জন্য দলের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তার মেধা আর রাজনৈতিক দূরদর্শী নেতৃত্বে আজ পরিনত হয়েছেন বিশ্বনেত্রী। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তাঁর প্রজ্ঞা, ত্যাগের বিনিময়ে স্বীকৃতি মিলেছে ২৭টি আন্তর্জাতিক পুরস্কার। নতুন প্রজন্মের মাঝে তাঁর বিশ্বনেতা হয়ে ওঠার গল্প ছড়িয়ে দিতেই এ আয়োজন।
অংশ গ্রহণকারীরা জানান, চারুশিল্পরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আঁকছি। তাকে নানা ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি রংতুলির আচরে। এর মাধ্যমে চারুশিল্পিরা যেমন উৎসাহিত হবে তেমনি শিল্পের বহির প্রকাশ ঘটবে।