মুক্ত চেতনা ডেস্ক : পাবনা’য় র্যাবের অভিযানে অবৈধভাবে কম্পিউটার প্রিন্ট করা ২২ লক্ষ জাল টাকাসহ ৬জন আসামী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো, পাবনা জেলার সাঁথিয়া থানার বড় নারিন্দা এলাকার মৃত শুক্কুর সরদারের ছেলে মো. সেলিম হাসান আলতাফ (৬০), একই থানার হাড়িয়া এলাকার মৃত আব্দুস সালাম সরদারের ছেলে মো. আমিনুল ইসলাম সান্টু (৩৭), মৃত গণি প্রামানিকের ছেলে মো. হামিদুল ইসলাম (৪০), বেড়া থানার আলহেরা নগর এলাকার হাজী মো. মোজাম্মেল হকের ছেলে মো. রাজু মিয়া (৩৩), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরা চিথুলিয়া এলাকার মো. নজরুল মোল্লার ছেলে মো. টুটুল মোল্লা (২৫) এবং একই থানার বিল কলমি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে মো. আব্দুল মাজেদ (৩৫)।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় রবিবার ১৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৪’ আগস্ট ২০২১ খ্রি. বিকেলের দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার সাঁথিয়া থানার হাড়িয়া এলকায় মৃত আব্দুস সালাম সরদার এর ছেলে মো. আমিনুল ইসলামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২২ লক্ষ জাল টাকা, জাল টাকা তৈরিতে ব্যবহৃত ২টি বিদেশী ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন যাবৎ তারা পরস্পরের যোগসাজসে কম্পিউটার প্রিন্ট করা জাল টাকা দেশের বিভিন্ন এলাকায় প্রতরাণার মাধ্যমে বাজারজাত করে আসছিল। আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যহত থাকবে।