রফিকুল ইসলাম সুইট : পাবনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃহম্পতিবার (০৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ অলিম্পক এসোসিয়েশন এর তত্বাবধানে এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাবনা শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা পৌর মেয়র মো. শরীফ উদ্দিন প্রধান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক প্রমূখ।
জেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা যায়, দাবা, কারাত, ব্যাডমিন্টন, সাতার, এ্যাথলেটিক, ফুটবল, ভলিবল খেলা অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারী থেকে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতায় ২৫০ খেলোয়ার অংশ গ্রহন করবে। জেলার সকল উপজেলা থেকে ছেলে ও মেয়ে প্রতিযোগীরা অংশ গ্রহন করবে।