পাবনা প্রতিনিধি : পাবনায় বাংলাদেশ যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেন সংগঠনটির সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সানজিদা পারভীন দ্বীপা, পৌর সভাপতি সাদিয়া আফরিন কথা, জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক এ্যাড. ফাহিমা সুলতানা রেখা, আইন সম্পাদ এ্যাড. ফুলমতি সহ যুব মহিলা লীগের মুন্নী, টুম্পা, বর্ষা ও শ্রাবন্তী মায়া প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।