পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : দূর্ণীতিবাজ অধ্যক্ষকে হঠাও, এডওয়ার্ড কলেজ বাঁচাও এই শ্লোগন নিয়ে পাবনায় শতবর্ষের ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারনের দাবিতে রবিবার (১২ সেপ্টম্বর) বেলা সারে ১১টায় কলেজ চত্ত¡রে বিক্ষোভ সমবেশ ও মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কলেজের বিভিন্ন উন্নয়ন তহবিল হতে নামে বেনামে অর্থ তুলে আত্মসাত করেছেন এই অধ্যক্ষ। চলতি বছরে দুদকের মামলায় ও তদন্তে তার বিরুদ্ধে আনিত দূর্নীতির অভিযোগ প্রমানিত হয়। এই দূর্নীতিগ্রস্থ অধ্যক্ষকে কলেজ থেকে দ্রæত অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছে সাধারন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা একত্বতা প্রকাশ করেছেন।

সাধারন শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অধ্যক্ষ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে কৌশলে সরকারি অর্থ ও সাধারন শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলিত অর্থ তুলে কোটি টাকা আত্মসাত করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে দুরবর্তী জেলায় তার নিজের বাড়িতে যাতায়াত করছেন। পরিবার পরিজন নিয়ে ঘুড়ে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। কলেজের অন্যন্য শিক্ষক তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদের কৌশলে নানা ভাবে হয়রানী করা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য অতি দ্রুত এই অধ্যক্ষকে অপসারন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধান শিক্ষার্থীরা। কলেজে অধ্যায়নরত সাধারন শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *