সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনায় সুজানগর পৌর বাজারের হেলাল হাজির মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথামিকভাবে ধারনা করা হচ্ছে।
সোমবার (০২ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৯ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ টি দোকানে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই বেশ কয়েকটি দোকান চোখের পলকে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। রাতেই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট, স্থানীয়রা ও সেনাবাহিনীর সহযোগিতায় দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২কোটি টাকার উপরে ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। এর মধ্যে আগুনের লেলিহান শিক্ষায় আশপাশের দোকান থেকে নিরাপদে মালামাল অন্যত্র সরানোর সুযোগ নিয়ে অনেকেই হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন সম্রাট নামে এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
স্থানীয়রা আরও জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সুজানগর পৌর বাজারের হেলাল হাজির মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।