পাবনা প্রতিনিধি : পাবনা সুজানগর উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সড়ক দূর্ঘনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। নিহত দুজনই এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকা দিকে যাচ্ছিল দুই এসএসসি পরীক্ষার্থী। কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে ইজিবাইকটি মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।