পাবনায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত ২০ বছরের পলাতক আসামী গ্রেফতার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি ॥ পাবনায় র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাগন্ড প্রাপ্ত ২০ বছরের পলাতক আসামী জামাল মন্ডল (৪২) কে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার আটঘরিয়া থানার দরবেশপুর গ্রামের মৃত হারেজ উদ্দিন মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৬’ মার্চ) ২০২২ খ্রি. ৭টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল নারায়নগঞ্জ জেলার সদর থানার সিদ্ধিরগঞ্জ আজিবপুর শাহী মসজিদ এলাকার অভিযান করে জামাল কে গ্রেফতার করা হয়। মামলা নং ০৪, তারিখ-০৮/১২/২০০১ খ্রি. (ঈশ্বরদী)। মামলাসুত্রে বলা হয় স্ত্রী হত্যার দায়ে বিচারিক আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেন। দীর্ঘদিন যাবৎ পলায়ন থাকায় র‌্যাব নিজস্ব সোর্স ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীকে করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র‌্যাবের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *