পাবনায় ১২টি চোরাই ইজিবাইকসহ ৭জন গ্রেফতার; হত্যার রহস্য উদঘাটন

শেয়ার করুন

শহর প্রতিনিধি : পাবনায় ইজিবাইক চালক হত্যার রহস্য উদঘাটনসহ ১২টি চোরাই ইজিবাইকসহ ৭জন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার সদর থানার হেলালপুর এলাকার দুলাল সেখের ছেলে মোঃ সুমন সেখ (৩০), পাবনা আটঘরিয়া থানার অভিরামপুর এলাকার মৃত তারো প্রাং এর ছেলে মো. বাচ্চু মিয়া (৪৫), একই উপজেলার দেবত্তর এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. বজলুর রহমান (২৪), অভিরামপুর মৃত জলিল প্রাং এর ছেলে মো. হাসান আলী (২৫), নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার খোয়াজ মোল্লা’র ছেলে শামীম মিয়া (২৫), একই উপজেলার চক বড়াউগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) ও উপজেলার বাজিতপুর এলাকার মৃত আব্দুল খোয়াজের ছেলে মো. রফিকুল ইসলাম (২৪)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল রোকনউজ্জামান সরকার) গোয়েন্দা শাখার একটি চৌকস দল ও পাবনা সদর থানার একটি আরেকটি দল ঈশ^রদী থানায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের ও মাষ্টার মাইন্ডের মূল হোতা সুমনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় অভিযান পরিচালনা করে হত্যা কান্ডের ঘটনায় চুরি হওয়ায় ২টি ইজিবাইক সহ মোট ১২টি ইজিবাইক, চোরাই কাজে ব্যবহত ৭টি মোবাইল ও ৩৪ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (০৪ মার্চ) সকাল ১০টায় পাবনা সদর থানায় সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও জানান, গত ০৬/১২/২০২১ইং তারিখে পাবনা বিঞান ও প্রযুক্তিবিশ^বিদ্যালয়ের সামনে পুকুর হইতে অটো ইজি বাইক চালক জাহাঙ্গীর ও ২৪/১২/২০২০২১ইং তারিখে পাবনা মনোহরপুর মসজিদের সামনে থেকে অটো ইজি বাইক চালক রইচ উদ্দিনের হত্যা করে অটো ইজি বাইক নিয়ে পালিয়ে যায়। ০৭/১২/২০২১ইং তারিখে ও ২৪/১২/২০২১ইং তারিখে পাবনা সদর থানায় পৃথক ২টি মামলা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *