পাবনায় ২৪ ঘন্টায় ২২২ জনের করোনা সনাক্ত

শেয়ার করুন

মৃক্ত চেতনা ডেস্ক : পাবনায় ২৪ ঘন্টায় নতুন করে ২২২ জনের দেহে (কোভিড-১৯) করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

সোমবার (১২’ জুলাই) পাবনার সার্জন ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনার সদরে ৭৬ জন, ঈশ্বরদীতে ৭৫ জন, আটঘরিয়ায় ১৩ জন, চাটমোহরে ০৬ জন, ভাঙ্গুড়ায় ০৮ জন, ফরিদপুরে ০৫ জন, সাথিয়ায় ২০ জন, বেড়ায় ১৩ জন ও সুজানগরে ০৬ জন করোনা সনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এ নিয়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত পাবনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৬০ জনে। মোট মৃত্যুর সংক্ষ্যা ২৭ জন। এ পযন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৯৪ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

লকডাউন বাস্তবায়নে প্রসাশন কঠোর অবস্থানে থাকলেও মানছে না সাধারণ মানুষ। জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় এবং করোনা সংক্রমণ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ায় পাবনাতেও করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। সচেতন না হলে সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে। আক্রান্তের একটি বড় অংশ করোনা পরীক্ষা না করা এবং হাসপাতালের বাইরে মারা যাওয়ায় সঠিক পরিসংখ্যান জানা সম্ভব হচ্ছে না।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *