পাবনায় ৩ শিক্ষার্থী ছিনতাইকারী আটক; স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় পুলিশের অভিযানে ৩ শিক্ষার্থী ছিনতাইকারী আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। গত ১০ জানুয়ারি পাবনা শহরের বড় বাজার এলাকায় আরিফ চৌধুরীর নামে এক ব্যক্তির বাসায় প্রাইভেট পড়ানোর কথা বলে ঢুকে তার স্ত্রীর হাত পা বেঁধে গলায় চাকু ধরে নগদ ৭২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি দস্যুতার মামলা দায়ের হয়। মামলা নং-৩১, তারিখ-১৭/০১/২০২৩ খ্রি.।

রহস্য উৎঘাটনের জন্য ডিবি পাবনা ও সদর থানার একটি চৌকশ টিম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার এবং বিভিন্ন এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত হলো, ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের জমশের আলীর ছেলে ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ৩য় বর্ষের ছাত্র লিখন হাসান(২৪), রাজশাহীর কাশিয়াডাঙার আব্দুল্লাহিল কাফির ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি ২য় বর্ষের ছাত্র আবদুল্লহিল বাকি অনিক(২২) এবং পাবনার চরতারাপুর গ্রামের হাতেম মন্ডলের ছেলে আবুল বাশার(২১)।

বুধবার (১৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

অপর আরেকটি অভিযানে একটি এক নলা বন্দুকসহ ইয়াছিন সরদার (৫০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *