পাবনা আমিনপুরে ৬ ঘন্টার ব্যবধানে স্ত্রী হত্যার রহস্য উদঘাটন; হত্যার দায়ে স্বামী আটক -

পাবনা আমিনপুরে ৬ ঘন্টার ব্যবধানে স্ত্রী হত্যার রহস্য উদঘাটন; হত্যার দায়ে স্বামী আটক

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : ঘাতক স্বামীর হাতে নির্মমভাবে খুন হয় স্ত্রী সাবিনা খাতুন (৩২)। সোমবার (৪’ জুলাই) রাতে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় সাবিনা খাতুন নামক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনার বিবরণে বলা হয়, বাড়ির পাশে একটি ডোবায় চুল ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে ডোবা থেকে সাবিনা খাতুন নামে এক গৃহ বধুর লাশ উদ্ধার করে। লাশটির পেটে কাটা দেখতে পায় পুলিশ, পুলিশের সন্দেহ হলে স্বামী শিপন শেখ কে (৩৮) আটক করে থানায় আনা হয় ঘাতককে। জিজ্ঞাসাবাদ করলে ঘাতক স্বামী শিপন শেখ স্ত্রীর সাথে বনিবনা না পরায় হত্যার পরিকল্পনা করে, এবং পরিকল্পনা অনুযায়ী কোমল পানীয় এর সাথে ঘুমের ঔষধ শিশিয়ে খাওয়ায়ে হাত পা বেধে স্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ যেন ভেসে না উঠে, সেই জন্য পেট কেটে বাড়ির পাশে ডোবায় ফেলে দেয়।

বুধবার (৬’ জুলাই) দুপুরে আমিনপুর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সুজানগর ও আমিনপুর থানার সার্কেল অফিসার রবিউল ইসলাম ঘটনার ৬ ঘন্টার মধ্যে স্ত্রী হত্যার রহস্য উদঘাটনের এসব তথ্য জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *