ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যান ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং আহত হয় ১জন। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-রাজশাহী মহাসড়কের সড়ইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, ঈশ্বরদী সড়ইকান্দি ফতেপুর গ্রামের মৃত- আফের সরদারের ছেলে মো.সেলিম সরদার (৪৫) এবং নাটোর জেলার লালপুর উপজেলার তিলেপপুর গ্রামের আব্দুল গণির ছেলে মো. রাকিব ( ৩৫)।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, দাশুড়িয়া অভিমুখী সুন্দরবন গ্রুপের একটি কাভার্ড ভ্যান যাওয়ার পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একট অটো ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয় গুরুতর আহত হন একজন।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানযটের সৃষ্টি হলে, পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।