পাবনা চাটমোহর ইউপি নির্বাচনে আ.লীগ ৭টি ও ৪টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

শেয়ার করুন

চাটমোহর প্রতিনিধি : পাবনা চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে রোববার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা অধিকাংশ ইউনিয়নে জয়লাভ করেছেন।১১টি ইউনিয়নের মধ্যে নৌকার বিজয় হয় ৭টিতে। বাকি ‍৪টিতে দখলে নিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহীরা।

নির্বাচনে আওয়ামী লীগ ১১টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রাপ্তদের মধ্যে বিজয়ী হয়েছেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ’লীগের রাশেদুল ইসলাম বকুল (প্রাপ্ত ভোট ৮৭৮৮), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৫৩২৩), হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আ’লীগের মো. মকবুল হোসেন (৮৭১৬ ভোট), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী প্রভাষক আফজাল হোসেন পেয়েছেন (৭০২২ ভোট), হান্ডিয়াল ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. রবিউল করিম মাস্টার (৯৪১০ ভোট), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী গোলবার হোসেন (৬৭৯৪ ভোট), নিমাইচড়া ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরজাহান বেগম মুক্তি (৬২৬৩ ভোট), তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (৫৫৪৬ ভোট), গুনাইগাছা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রজব আলী বাবলু আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁর প্রাপ্ত ভোট (৪৭০৮ ভোট), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম পেয়েছেন (২৮১১ ভোট), বিলচলন ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে মো. অকতার হোসেন (৪১৭৩ ভোট), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের আবুল কালাম আজাদ (৪০১৮ ভোট), মথুরাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহ আলম (৫২১৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন (৪৫১১ ভোট), ছাইকোলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. নুরুজ্জামান নুরু (৯৯০৯ ভোট), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র আতাউর রহমান তোতা পেয়েছেন (৭৪৩৩ ভোট), পার্শ্বডাঙ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আজাহার আলী বিজয়ী হয়েছেন, তাঁর প্রাপ্ত ভোট (৭৭৪৯), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র রবিউল করিম তারেক পেয়েছেন (৬১৯৯ ভোট), ডিবিগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসাইন (৮০৩৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের নবীর উদ্দিন মোল্লা পেয়েছেন (৬৪৬২ ভোট) এবং ফৈলজানা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. হাফিজুর রহমান হাফিজ, তিনি পেয়েছেন ৮৭৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের নৌকা প্রতিক নিয়ে মোঃ হানিফ উদ্দিন পেয়েছেন ৭১৫৮ ভোট।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *