নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামী লীগের ১৯ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে কার্যনির্বাহী কমিটির সভা শনিবার (০৫’ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এম.পি এর পরিচালনায় সভায় অংশ গ্রহন করেন শামসুল টুকু এম.পি, নুরুজ্জামান বিশ্বাস এম.পি, মকবুল হোসেন এম.পি, আহমেদ ফিরোজ কবির এম.পি, নাদিরা ইয়সমিন জলি এম.পি সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে পুলিশ প্যারড গাউন্ডে। কাউন্সিল হবে ৩৮৬ জন। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম.পি। উদ্বোধন করবেন সভাপতি মন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। সদর উপজেলা শাখা ও পাবনা পৌরসভা শাখা আওয়ামী লীগের সম্মেলন পিছানোর সিদ্ধান্ত হয়েছে এবং সাঁথিয়া উপজেলা শাখা ও বেড়া উপজেলা শাখা আওয়ামী লীগের সম্মেলন দ্রুত করার তাগিদ দেয়া হয়।
২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১ বছর ৩ মাস পর ৯৩ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি অনুমোদন দেয়া কেন্দ্রিয় আওয়ামী আওয়ামী লীগ।
সম্মেলনের সময় ঘনিয়ে আসলেউ পদপ্রার্থীদেও মধ্যে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। সম্মেলনে সভাপতি পদে শামসুল হক টুকু এমপি, রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন এবং সাধারণ সম্পাদক পদে গোলাম ফারুক প্রিন্স এম.পি ও মাজহারুল ইসলাম মানিকের নাম শোনা যাচ্ছে।