স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় পাবনা জেলা পরিষদের স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির অংশ হিসাবে প্রতিটি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন বিতরণ করা হয়।
বুধবার (১৬ আগস্ট ২০২৩ খ্রি.) দুপুরে জেলা পরিষদ চত্বরে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে ফগার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো ও ফরিদপুর পৌরসভার মেয়র খ. ম. কামরুজ্জামান মাজেদ প্রমুখ।
পবিত্র কোরআন তেলেয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যসহ সকল শহীদ স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ফগার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ, পাবনা সদর উপজেলা পরিষদের পক্ষে ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার রেখা, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নায়েব আলী বিশ^াস, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবি বিল্লাহ, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ মাস্টার, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাপ হোসেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, ঈশ^রদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, আটঘরিয়া পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মো. গোলাম হাসনায়েন রাসেল, বেড়া পৌরসভার পক্ষে মো. লিয়াকত আলী, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, জেলা আওয়ামীলীগের সদস্য আনিসুজ্জামান দোলন, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেল, আইরিন কিবরিয়া কেকা, মোছা. আফিয়া খাতুন, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আলতাফ হোসেন, জেলা উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের মাঝে ফগার মেশিন হস্তান্তর করা হয়। সেই সাথে পাবনার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।