পাবনা জেলা পরিষদ পরিদর্শন করেন লোক প্রশাসন প্রশিক্ষণের কর্মকর্তাগণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১০জন বিসিএস ক্যাডার ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসাবে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার লক্ষ্যে পাবনা জেলায় পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় পাবনা জেলা পরিষদ কার্যালয়ে পরিদর্শনে আসেন ঐ ১০জন কর্মকর্তা। ৭ দিনব্যাপী পরিদর্শনে কর্মকর্তাগণ জেলা পরিষদ ছাড়াও পাবনার বিভিন্ন কার্যালয় পরিদর্শন করবেন।

রবিবার (২ জুলাই-২০২৩ খ্রি.) সকালে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডলের সঙ্গে সাক্ষাত করেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী কর কমিশনার তৌফিকুর রহমান, নরসিংদী’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক, রাজশাহী’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন, চট্টগ্রাম কাস্টমস হাউসসের সহকারী কমিশনার (কাস্টমস্ এক্সাইজ) মোঃ রাশেদুল হক, বেনাপোল কাস্টম হাউজ’র সহকারী কমিশনার (কাস্টমস্ এক্সাইজ) সাজিদ মাহমুদ কৌশিক, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর সহকারী কর কমিশনার মোঃ শাহ্ আলম, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর সহকারী কর কমিশনার মোঃ কামাল হোসেন প্রমুখ।

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল পরিদর্শনে অংশগ্রহনকারি ১০ কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি সৃদৃঢ় গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিদের্শনামূলক পরামর্শ দেন। প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হওয়ার কাজ চলমান। প্রতিটা ক্ষেত্রে মানবিক, আন্তুরিকতা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে তোমাদের নিরর্লসভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) ৬ মাস মেয়াদী কোর্সে ৬০২ জন ৪০তম বিসিএস উত্তীর্ণ কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। প্রতি জেলায় ১০ করে একটি দল হিসাবে দেশের সকল জেলায় পরিদর্শন করেন অন্যান্য কর্মকর্তাগণ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *