পাবনা প্রতিনিধি : অতিরিক্ত অর্থ নেওয়া, সাংকেতিক সিলের মাধ্যমে কাজ আদায়, গ্রাহক হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য’র অভিযোগে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দূদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে একটি দল অভিযানে দালালদের দৌরাত্ম্য, বিকাশে অর্থ লেনদেনের চিত্র, অতিরিক্ত অর্থ আদায় ও দালালদের সঙ্গে সাংকেতিক সিলের মাধ্যমে অর্থ লেনদেন, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে দালালদের বিশেষ সখ্যতা, দালালদের সঙ্গে আনসার সদস্যদের যোগসাজশ ও অফিসের বাইরের কম্পিউটারের দোকান থেকে কৌশলে ভূয়া কাগজপত্র তৈরি করে প্রতরাণ সহ বিভিন্ন তথ্য প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে। দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর এসব তথ্য জানান।
তিনি আরও বলেন বেশ কিছু অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছি। পরবর্তীতে এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কোন দালাল চক্র নেই। সব কিছুই নিয়মিত পরিচালনা করা হয়। দূদক অভিযান চালিয়েছে, আমি সহযোগিতা করছি।