পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা ভবনের একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নির্মাণ কাজ শেষ হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার সকালে একদল ভবন পরীক্ষক হ্যামার টেস্টসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা করতে গেলে তারা তীব্র দুর্গন্ধ পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পাবনার পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

মরদেহটি ভবনের ১০তলার একটি কক্ষে মেঝেতে রশি পেচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগের ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন প্রাথমিকভাবে সাংবাদিকদের জানান, “ঘটনাটি সম্ভবত ঈদের আগেই ঘটেছে। মরদেহটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থলে মরদেহটির গলায় ফাঁসির রশি এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে প্রশাসনকে জানালে আমরা তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করি।”

মরদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *