পাবনা ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুরুন্ত এক্সপ্রেস বিজয়ী

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার (০২ নভেম্বর) ২০২২ খ্রি. বিকেলে প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে স্থানীয় ৪টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে হাদল দুরন্ত এক্সপ্রেস প্রথম স্থান নিয়ে বিজয় হওয়ার গৌরব অর্জন করে নগদ ৮০ হাজার টাকা পুরস্কার জিতে নেয়। দ্বিতীয় স্থান অধিকার করে চানদাই জনতার সংগ্রাম এক্সপ্রেস।

নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের নব-নির্বাবিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। তিনি বলেন গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ করে যারা এই নৌকা বাইচের আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র এই বাইচের জন্য নৌকা তৈরি করেছেন এবং বাইচে অংশগ্রহন করেছেন। পরবর্তী বছরে মহান আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখলে, জেলা পরিষদের এই ক্ষেত্রে যদি কোন সুযোগ থাকে তাহলে আমি নৌকা বাইচ প্রতিযোগিতায় সাহায্যের জন্য চেষ্টা করবো।

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ।

নৌকা বাইচে হাটগ্রামে লোকে লোকারাণ্য, কোথাও দাঁড়ানোর তিল ঠাই নেই। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া জেলার প্রায় ২০টি নৌকা এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। দীর্ঘ ২৫ বছর ধরে এই অঞ্চলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *