পাবনা প্রতিনিধি : জাতীয় নিরাপত্তা গোয়োন্দা (এনএসআই) পাবনা কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে পাবনা মানসিক হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সোমবার (১৭ মার্চ) দুপুরে গোপন তথ্যর ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দালাল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর উপজেলার কেসমতপ্রতাপপুর মৃত আকাশ প্রামানিকের ছেলে মোঃ মামুন হোসেন (৩৬) ও সদর উপজেলার হেমায়েতপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মাহিদুল ইসলাম কালু (৩৮)। তাদের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের বিষয়ের উল্লেখ করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে আরও জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল এসব দালাল চক্র। এছাড়াও মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণা করতো এই দালাল চক্র।