পাবনা প্রতিনিধি : পাবনা শালগাড়িয়া লিয়ন কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠানে ডিবি পুলিশ অভিযানে বিপুল পরিমানে নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। বুধবার (৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে নকল তুর্কি স্কিন বিউটি ক্রীম, স্কিন হোয়াইট বিউটি ক্রীম, ৪শ প্লাস হোয়াইট বিউটি ক্রীম, রয়েল এক্সপার্ট হোয়াইটিং ক্রীম, ফাইজা বিউটি ক্রীমসহ মোট ২৯ টি পণ্য ও নকল পণ্য তৈরির যন্ত্রপাতি জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানার মালিক ফয়েজ উদ্দিন প্রামানিনের ছেলে আসাদুজ্জামান মাসুম (৫৮) কে বিনাশ্র্রম ৩ মাসের কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।
ডিবি পুলিশের (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, শালগাড়িয়া গোলাপবাগ এলাকায় বসতবাড়ীতে ২০১৮ সাল থেকে গোপনীয় ভাবে সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন বিদেশি ব্যান্ডের নকল কসমেটিকস লোশন, তেল, নাইট ক্রীম তৈরি করে আসছিল।
অভিযানে থাকা পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় নকল প্রোডাক্ট উৎপাদন করার জন্য, কারখানার মালিক আসাদুজ্জামান মাসুম (৫৮) কে বিনাশ্রমে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড পদান করে।