মুক্ত চেতনা ডেস্ক : পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় জেলায় মজুদকৃত ভোজ্য সয়াবিন তেল উদ্ধার করার লক্ষ্য গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল বুধবার ( ১১ মে) ২০২২ খ্রি. রাত সাড়ে ৮ টার দিকে শহরের দিলালপুর মহল্লায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মৃত বিরেন্দ্র নাথ কুন্ডু’র ছেলে উত্তম কুমার কুন্ডু’র গোডাউন হতে ৪৬ হাজার ৪শ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
উত্তম কুমার কুন্ডু তার গোডাউনে সয়াবিন তেল মজুদ রেখে বাজারে না ছেরে অধিক মুনাফা অর্জন করতে চেয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুল হাসনাত গোডাউন এর সত্ত্বাধিকারী উত্তম কুমার কুন্ডু কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৩ মাসের করাদন্ড প্রদান করেন।
জব্দকৃত ভোজ্য তেল দুই দিনের মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে বিক্রয় করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানের পক্ষ থেকে আরও বলা হয়, ভোজ্য তেল মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টকারীদের বিরুদ্ধে উদ্ধার অভিযান অব্যহত থাকবে।