পাবনা শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনায় প্রেসক্লাবের আয়োজনে পাবনা রেলওয়ে স্টেশন মাঠ লস্করপুরে শনিবার (১৭ ডিসেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যায় পাবনা শিল্প ও বাণিজ্য মেলা-২০২২ এর উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগ পাবনার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী।

আরও বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান। স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ। মেলার উদ্বোধন শেষে আতোষবাজী এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ক্লোজ আপ ওয়ান তারকা বিউটির পরিবেশনায় দেশাত্ববোধক ও লালন সংগীত দর্শকদের মন কাড়ে।

বাণিজ্য মেলায় থাকেছে বাংলার ঐতিহ্যবাহী সার্কাস, মরণকূপে মাটর সাইকেল ও কার চালানো, তৈরি পোশাক, ব্যাগ, কসমেটিক্স, ক্রোকারীজ, ব্লেজার, শাল, শাড়ী, থ্রি-পিস, জুতা, খেলনা ও বিভিন্ন ক্ষুদ্র ও কুঠির শিল্প পণ্যের দোকান সহ বাচ্চাদের বিভিন্ন রাইড, বিভিন্ন বিনোদন স্থান।

অনুষ্ঠানের সভাপতি পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান জানান, পাবনা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে এ মেলায় কোন রকম অশ্লিল নৃত্য, জুয়া এবং অসামাজিক কর্মকর্ন্ড বরদাস্ত করা হবে না। পাবনা বাসীর জন্য সুষ্ঠ বিনোদনের জন্য এ মেলা দীর্ঘ এক মাস চলবে। গেটে প্রবেশ টিকেট এর মূল্য ধরা হয়েছে ২০ টাকা। টিকেটের এক অংশ দর্শনার্থীকে দেয়া হবে। অন্য অংশ ঐদিনই রাতে যারা থকবেন তাদের উপস্থিতিতে লটারীতে ড্র করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্শনীয় পুরস্কার।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *