পাবনা সাঁথিয়ায় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপরে হামলা ও প্রাণ নাশের অভিযোগে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনায় তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপরে নৌকা চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ( ১৩ নভেম্বর) বিকালে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আ.লীগের বিদ্রহী (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো. ইনামুল কবির মাসুদ।
তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ১২ নভেম্বর (শুক্রবার) রাতে নির্বাচনী প্রচারনার কাজে পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামে গেলে তার উপরে সন্ত্রাসী হামলা করে নৌকার সমর্থকেরা। এই হামলার নির্দেশকারী নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আবু ইউনুস ও তার দলবল। তার নির্দেশে সন্ত্রাসী বাহিনী তাদের উপরে হামলা করেছে। এ সময় হামলাকারীরা সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মটর সাইকেল ভাংচুরসহ তার সমর্থকদের ব্যপক মারপিট করেছে বলে অভিযোগ করেন। এ সময় সতন্ত্র প্রার্থীর বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক গুরুত্বর আহত হয়।
তিনি বলেন, আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আসাদুজ্জামান এই ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের পুরো পরিবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপরে নির্বাচনকে কেন্দ্র করে হামলা হবে প্রাণ নাশের হুমকি দিবে এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না।
তিনি আরো বলেন, এই নির্বাচনে অর্খদিয়ে নৌকা নিয়ে আসা চেয়ারম্যান প্রার্থী তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছেন। আর এই কারণে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে নৌকার চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের ভয়ে তিনি এবং তার পরিবার নিরাপত্তারহীনতার মধ্যে রয়েছেন। এক সময়ের আতঙ্কের জনপদ আতাইকুলা থানাধীন সাঁথিয়া উপজেলা এই ইউনিয়নের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি নির্বাচন কর্মকর্তার সুদৃষ্টি প্রত্যাশা করনে। একই সাথে এই হামলার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *