সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার সরিষা নামক স্থানে মঙ্গলবার (৪’ অক্টোবর) সকালে পাথর বোঝাই বিকল ট্রাকে একটি মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দেওয়ায় দুইজন নিহত হয়। নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক সাগর মিয়া (৩০) ও সহকারী মো. মনির (২২)। দুজনের বাড়িই কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার সরিষা নামক স্থানে সোমবার ( ৩ অক্টোবর) পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এর পর থেকে ট্রাকটি সেখানেই মহাসড়কের পাশে থেমে ছিল। পরদিন (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকামুখী মশার কয়েলবাহী একটি মিনি ট্রাক ঐ স্থানে গিয়ে পিছন থেকে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক সাগর মিয়া ও সহকারী মো. মনির নিহত হন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।