পাবনা সুজানগরে পুলিশ সদস্য নিহতের ঘটনায় গ্রেফতার ৫

শেয়ার করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগারী ভবানীপুর গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন (৬০) নিহতের ঘটনায় ৫ জন আসামীকে গ্রেফতারে করেছে সুজানগর থানা পুলিশ।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ওই গ্রামের আশরাফ আলী (৪২), আনোয়ার হোসেন (৪৫), আকরাম হোসেন(৪০), নাজমুল হোসেন (৩০) ও মনির হোসেন(৫০)।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন জিয়ালগারী ভবানীপুর গ্রামের মৃত হাচেন আলী খন্দকারের ছেলে নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেনের পরিবারের সাথে একই গ্রামের আশরাফ আলীর পরিবারের বিরোধ চলছিল। এরই জের ধরে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে আশরাফ আলী ও তার লোকজনের ধারালো অস্ত্রাঘাতে পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন আহত হয়। গুরুতর আহত জাহাঙ্গীরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত-ঘোষণা করেন। এ ঘটনার পরপর সুজানগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যার সাথে জড়িত সন্দেহে ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করে। একপর্যায়ে তারা ওই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদেরকে এই হত্যা মামলার এজাহার নামীয় আসামী করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *