মুক্ত চেতনা ডেস্ক : পাবনার সুজানগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের ৮টিতে আ.লীগ ও ২টি তে স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। সুজানগর উপজেলা প্রশাসন ভোট গণণা শেষে প্রাথমিকাভাবে পাওয়া তথ্যে বিষয়টি জানা গেছে।
বেসরকারি ভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন ভায়না ইউনিয়নে আমিন উদ্দিন (নৌকা), তাঁতিবন্দ ইউনিয়নে মতিন মৃধা(নৌকা), মানিকহাট ইউনিয়নে শফিউল ইসলাম (নৌকা), দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম শাজাহান (নৌকা), সাতবাড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন (স্বতন্ত্র), হাটখালি ইউনিয়নে কৃষকলীগের ফিরোজ খান (স্বতন্ত্র), সাগরকান্দি ইউনিয়নে শাহিন চৌধুরী (নৌকা), রানীনগর ইউনিয়নে এইচ এম পিযুষ(নৌকা), নাজিরগঞ্জ ইউনিয়নে মশিউর রহমান (নৌকা) ও আহম্মদপুর ইউনিয়নে কামাল মিয়া (নৌকা)। নৌকা প্রতীক পেয়েও বিজয়ী হতে পারেন নি তারা হলেন সাতবাড়িয়া ইউনিয়নের উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম শামছুল আলম ও হাটখালী ইউনিয়নে আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জ্বলের মামা আব্দুর রউফ।