পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসের চাপায় এক অটোরিকশা যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণেই এমন দূর্ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
বুধবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা দিকে পাবনা শহরের অনন্ত বাজার সংলগ্ন দক্ষিণ রঘবপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার এস আই জাকির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সড়ক পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের (পাবনা-স ১১-০০৯) বাসটি অটোরিকশা যাত্রীকে জোরে ধাক্কা দেয়। বাসটি তাকে ১৫ থেকে ২০ ফিট ছেঁচড়ে নিয়ে যায়। সে কারণে ঘটনাস্থলেই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানান ওই পুলিশ অফিসার। মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মরদেহটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, স্টাফ বাসটি ভার্সিটি থেকে বের হয়ে লাইব্রেরি বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফেরত আসে। ফিরতি পথে আসার সময় এ দূর্ঘনা ঘটে। আমি স্বশরীরে গিয়ে মরদেহটি দেখে এসেছি। তদন্তে ড্রাইভারের দোষ প্রমানিত হলে আমরা ব্যবস্থা নিব।