স্টাফ রিপোর্টার : পাবনায় বাজারগুলোতে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।
সোমবার ( ২১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পুষ্পপাড়ায় বাজার তদারকি করা হয়। বাজার তদারকি করায় মুল্যবৃদ্ধি থেকে মণ প্রতি ২০০ থেকে ৩০০ টাকায় কমে আসে।
এছাড়াও সয়াবিনের তৈলের বোতল মুল্য ট্যাগ অপেক্ষা বেশি রাখায় সেলিম স্টোরকে ৩ হাজার টাকা, নতুনপাড়া মাসুদ স্টোরকে ২ হাজার ও বাকচিপাড়া সোনাই স্টোর কে ৩ হাজার সহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকি কার্যক্রমে ব্যাটালিয়ানের একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।