মুক্ত চেতনা ডেস্ক : পাবনা জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক নারী মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ লালজমিন একক নাট্য ২৯৭ তম প্রদর্শনী হয়। লাল জমিন নাটকে অভিনয় করেন বিশিষ্ট নাট্য শিল্পী মোছা. মোমেনা চৌধুরী।
বুধবার (১৬’ মার্চ) সন্ধ্যায় শহরের বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে লালজমিন নাট্যানুষ্ঠান প্রদর্শনীতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলার লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব খন্দকার গোলাম ফারুক, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আ.লীগের নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, পাবনা জেলা ও দায়রা জজ জনাব মো. আসাদুজ্জামান খান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ আমিরুল ইসলাম রাঙ্গা, বনমালী শিল্পকলা কেন্দ্র’র যুগ্ন-সম্পাদক পলয় চাকী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলার সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার বিভাগ পাবনা, জেল সুপার পাবনা, সহ পাবনা জেলার বিভিন্ন শিল্প সংস্কৃতি গোষ্ঠীর সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং পুলিশ সদস্যরা।