শহর প্রতিনিধি : বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনার বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বনমালী শিল্পকলার হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য আলহাজ ডা. মনোয়ার উল আজীজ। প্রথমেই বনমালীর আজীবন সদস্য যারা মৃতবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে গত বছরের কার্যক্রম আলোচনা ও সিদ্ধান্ত পাঠ এবং অনুমোদন করা হয়। এর পর দ্বিতীয় পর্বে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশনার এড. মির্জা আজিজুর রহমান ও বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনের সদস্য এড. কাজী সাইদুর রহমান।
বনমালী’র কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) সম্পন্ন করার লক্ষ্যে ঘোষিত তফশিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কমিশনার এড. মির্জা আজিজুর রহমান নিম্নলিখিত প্যানেলের প্রার্থীগণকে নির্বাচিত ঘোষণা করেন।
প্যানেলটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হন অঞ্জন চৌধুরী পিন্টু, সাধারণ সম্পাদক ড. হাবিবুল্লাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট সনৎ কুমার সরকার ও আলহাজ ডা. মনোয়ার উল আজীজ, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, অর্থ সম্পাদক মোসাদ্দেক আলী খান খসরু, কার্যনির্বাহী সদস্য এড. মোহাম্মদ আব্দুল হান্নান, এড. আব্দুল হান্নান শেলী, মিসেস সোহানি হোসেন, হাবিবুর রহমান হাবিব, আলী হাসনাত বক্তার, সাইফুল আলম স্বপন চৌধুরী, এড. মোসফেকা জাহান কণিকা, আখতারুজ্জামান আক্তার, আবুল কাশেম ও এড. নাজমুল হোসেন শাহীন নির্বাচিত হন। ২০২৫-২৭ বর্ষে ১৭ সদস্য এই নির্বাহী কমিটি দায়িত্ব পালন করবেন।
সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু পাবনা সংস্কৃতিকে এগিয়ে নিতে সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত করেন।