বরাল আন্দোলনের আহবায়ক অঞ্জন ভট্টাচার্য্য মারা গেছেন; বিভিন্ন সংগঠনের শোক

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : লেখক সাংবাদিক বরাল রক্ষা আন্দোলনের আহবায়ক অঞ্জন ভট্টাচার্য্য শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাবনা চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের মৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যরে ছেলে।

তিনি ছিলেন পরিবেশ উন্নয়নের একজন অগ্র সৈনিক, প্রেরণার উৎস এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর একনিষ্ঠ বন্ধু শুভাকাঙ্খী। তাঁর মৃত্যু পরিবেশ আন্দোলনের জন্য অপুরণীয় ক্ষতি। এমকি তাঁর এলাকার সব শ্রেণীর মানুষের কাছেও তিনি ছিলেন প্রিয় মুখ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী, সহকর্মী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নিহতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *