সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে নৌকা প্রতীক। জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই প্রতীকের মাধ্যমে সবাইকে একসূত্রে গেঁথেছিলেন, এনে দিয়েছেন স্বাধীনতা। তাঁর অবর্তমানে নৌকার হাল ধরেছেন বিস্ময়কর নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির চরম শিখরে। শেখ হাসিনার জন্মদিন মানেই জাতির উৎসবের দিন। জাতির জন্য আজ একটি আনন্দের দিন। এই দিনেই প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা পৃথিবীতে এসেছেন। যিনি যাদুকরী নেতৃত্বের মাধ্যমে বিশ্বনেতাদের তাক লাগিয়ে দিয়েছেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের একটা পরিচিতি এনে দিয়েছেন। জাতিসংঘের ঘোষণায় আদায় করে নিয়েছেন বিশ্বের সেরা তৃতীয় সেরা প্রধানমন্ত্রীর মর্যাদা।
এ সব কিছুর সাথেই জড়িয়ে আছে নৌকা প্রতীক। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড.শামসুল হক টুকু, এমপি পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১১দিন ব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতায় বাগচী চ্যালেঞ্জার, মাায়ের দোয়া, আফরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, বেড়া পৌর মেয়র এস. এম. আসিফ রঞ্জন শামস রঞ্জন বক্তব্য রাখেন।
বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। নৌকা বাইচ উপভোগ করার জন্য ইছামতি নদীর দুই পাড়ে হাজার হাজার নারী পুরুষ দর্শক ভীর জমায়।