পাবনা প্রতিনিধি : বাংলাদেশের গণহত্যার সুবিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার উদ্যোগে সমাবেশ, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৩ অক্টোবর) ২০২২ খ্রি. বেলা সাড়ে ১১ টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক প্রেসক্লাবের সামনে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, এফবিসিসিআই’র কো-চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ ফারুক, দৈনিকি সিনসার নির্বাহী সম্পাদক কবি গল্পকার আমিনুর রহমান খান, বিআরডিবি’র সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান দোলন, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীণ কল্যাণ সম্পাদক শফি ইসলাম, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক শফিকুর রহমান শান্ত ও নির্বাহী সদস্য প্রদীপ দে।
বক্তাগণ, বাংলাদেশের গণহত্যার সুবিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সাথে জেনেভা জাতিসংঘ মানবাধিকার কমিশনে সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তাবনাটি স্বীকৃতির জোড়ালো দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার যুগ্ম-সম্পাদক লেখক সাংবাদিক শফিক আল কামাল।
সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ কে এম কামরুল ইসলাম ফুটু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান বরুণ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার কোষাধ্যক্ষ খালেকুজ্জামান নিস্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম, কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ আহম্মদ বকুল, নাছিমা খন্দকার, লারনার্স অর্গানাইজেশনে নির্বাহী পরিচালক জাহানারা বেগম বিজলী, এপেক্স কøাব অব পাবনার সর্ভিস ডিরেক্টর মাহবুবুল আলম ফারুক, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলার ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, কবি মধুসূদন মজুমদার, ছাত্রলীগের সাদ্দাম, রেজাউল, মাহিম, মৃদুল, স্বাধীন, তুষার, পাখি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পাবনা প্রেসক্লাব গলি রানা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় দৈনিক সিনসা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।