বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

শেয়ার করুন

মুক্তচেতনা ডেস্ক রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুমহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের আগরতলা থেকে প্রকাশিত আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার (২৯ জুলাই) ২০২২ খ্রি. বিকেল ৪টায় ঢাকা’র বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আন্তর্জাতিক উদ্‌যাপন পর্ষদ’র এই অনুষ্ঠানের আয়োজন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমী’র সভাপতি দেশ বরেণ্য কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেন। উদ্বোধন করেন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আন্তর্জাতিক পর্ষদের আহবায়ক শুদ্ধতার কবি অসীম সাহা।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্মারক গ্রন্থের সম্পাদক ড. দেবব্রত দেব রায়, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি শিশুসাহিত্যিক কবি আসলাম সানী, শিল্পকলা একাডেমি সচিব কবি আসাদুল্লাহ, স্মারকগ্রন্থের প্রধান সম্পাদক ড.মুজাহিদ রহমান, স্মারক গ্রন্থের কার্যকরী সম্পাদক ড. আশিস কুমার বৈদ্য, বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক, কবি বরুন চক্রবর্তী, কবি আবৃত্তিকার সেলিম দুরানি।

শুরুতেই দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা কবি ডিকে সৈকত এবং কবি খোরশেদ আলম বিপ্লব। স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি বাপ্পী রহমান। বন্ধুপ্রতীম দুই দেশের সাহিত্য-সংস্কৃতিজনদের উপস্থিতিতে স্ব-রচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশনের মাধ্যমে নান্দনিক এই অনুষ্ঠানটি মিলন উৎসবে পরিণত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অঞ্জনা সাহা, অধ্যাপক রোকসানা সাথী, মাহবুবা লাকি, প্রভাষ চৌধুরী, মোশারফ হোসেন, এ্যাড. আলেয়া লাকী, শাহতাজ মুনমুন, বিভা ইন্দু, শফিক আল কামাল, মহাদেব ঘোষ, সৈয়দ একতেদার আল, নন্দিতা দাস, শাহনাজ সুলতানা, জেসমিন বন্যা, মাহমুদা খানম, হানিফ খান, সারা ফেরদৌস সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক ও শিল্পীবৃন্দ। এছাড়াও ভারতের আগরতলা, কলকাতা, শিলিগুড়ি থেকে ড. দেবব্রত দেব রায় এর নেতৃত্বে ৪৫ জন কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, নাট্যকার ও সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) ২০২২ খ্রি. বিকেল ৪টায় ঢাকা’র পল্টনে চট্টগ্রাম সমিতি মিলনায়তনে বন্ধুপ্রতীম দুই দেশের সাহিত্য-সংস্কৃতিজনদের পরিচিতি ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি বাপ্পী রহমান ও বিশিষ্ট আবৃত্তিকার শিমুল পারভিন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *