বাংলাদেশ হবে বিশ্বের ১২তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ— হুমায়ুন কবীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যাপক কর্মসুচী শুরু করেছিলেন। মাত্র ৩ বৎসর ৮ মাস ক্ষমতায় ছিলেন। এই সময়ে ৫৯৩ আইন করেছেন। ৯ মাসে বাংলাদেশের সংবিধান করেছেন যেখানে পাকিস্তানের লেগেছিল ৯ বৎসর। তাঁর উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে ১২ হাজার ৫শ ডলার। বাংলাদেশ হবে বিশ্বের ১২তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। করোনার টিকা নিয়ে ৪/৫ টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছে সরকার। পদ্মা সেতু, রুপপুর পারমানবিক বিদুৎকেন্দ্র, মেট্রোরেল, ১শ টি অর্থনৈতিক জোন, সুমদ্র বন্দরসহ বিভিন্ন প্রকল্পই প্রমান করে দেশের উন্নয়নের চিত্র। এসব উন্নয়ন থামাতে চলছে ব্যাপক ষড়যন্ত্র কিন্তু কোনভাবে আটকাতে পারছেনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সরকারের উন্নয়ন ব্যাহত করতে মন্দির নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও পোড়াও করছে বিষেশ মহল। ফেসবুক, ইউটিউব, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা অনেক করে ফেলেছে আর করতে দেয়া হবে না, দমন করতে হবে। এদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। মঙ্গলবার (২৬’অক্টোবর) দুপুরে পাবনা পৌরসভা পরিদর্শণ শেষে পৌর মেয়রের কার্যালয়ে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, আব্দুল্লাহ আল মামুন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সহকারী কমিশনার মো. বায়েজিদ বিন আখন্দ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রকৌশলী সাইফুল ইসলাম, কাউন্সিলর সাইফুল ইসলাম বাদশা, আইয়ুর আলী সরদার, সাইফুল ইসলাম আনোয়ারা রহমান আনু প্রমুখ।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, পারিবারিক ও ব্যাক্তিগত জীবনের বিভিন্ন দুর্লভ ছবি নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে নির্মিত “দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু” গ্যালালীর এর উদ্বোধন করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *