স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার ৫’শ বছরের ঐতিহ্যবাহী এবছরের উদযাপিত ঈদ মেলাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছে মেলার দায়িত্বে থাকা মেলা কমিটির সভাপতি ও ইজারাদার শফিকুল ইসলাম শফি সরদারের বিরুদ্ধে । অভিযোগ স্পষ্ট হয়েছে মেলার ইজারা মূল্য কমানো হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে, আর সিন্ডিকেটের বড় ভাই ছিলেন মেলার ইজারাদার শফি সরদার। এছাড়া অনেকেই মনে করছেন আড়ালে আরও কোন বড় ভাই যুক্ত থাকতে পারেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব ও মেলা কমিটির সভাপতি ইজারাদার শফিকুল ইসলাম শফি সরদারের বিরুদ্ধে অশ্লীলতা, চাঁদাবাজি, লটারির নামে প্রতারণা ও জুয়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হুমকি ধামকির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকরা।
স্থানীয়রা জানান, সার্কাস ও জাদু প্যান্ডেলের আড়ালে চালানো হচ্ছে নগ্ন ও অশ্লীল পুতুল নাচ। একইসাথে ঐতিহ্যবাহী হজরত শাহ্দৌলা (রা:) প্রবিত্র মাটি সম্বলিত বাঘা শাহী মসজিদ ও মাজারের পাশে উচ্চ শব্দে ডিজে বাজিয়ে ‘মিনি লটারি’র নামে চলছে ভয়াবহ প্রতারণা ও জুয়া খেলা, নাগরদোলা নৌকা রাইডস্ ডিজি বাজিয়ে দর্শকদের আকর্ষণ বাড়াতে অশ্লীল ভঙ্গীতে দেওয়া হচ্ছে ড্যান্স। এ ব্যাপারে বাঘা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে তিনি জানান, এ সকল অনিয়মের বিষয় তাঁর জানা নেই।
আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা২০২৫। অথচ এই সময়ে উচ্চ শব্দে ডিজে সাউন্ড ও মেলার নানান বিশৃঙ্খলার কারণে বাঘার পরীক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অনেকে জানিয়েছেন। মেলা কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হলেও তারা কর্ণপাত করছেন না, বরং অভিযোগকারীদের উপর উল্টো হুমকি দিচ্ছেন।
এই বিষয়ে কথা বলতে গেলে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রাজশাহী ব্যুরো প্রধান আখতার রহমানকে মেলা কমিটির সভাপতি ও ইজারাদার শফিকুল ইসলাম শফি সরদার অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। ইজারাদার শফি সরদার বলেন, “তোর সাংবাদিকতা ছুটিয়ে দেবো, তোর পরিবারকেও শেষ করে দেবো।”
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন বলেন, “যেখানে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সেখানে এমন অশ্লীলতা, ডিজে সাউন্ড ও জুয়া আয়োজন মেনে নেওয়া যায় না। একজন সাংবাদিককে হুমকি দেওয়া মানে গোটা সাংবাদিক সমাজকেই হুমকি দেওয়া। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করি।”
সংস্থার সাধারণ সম্পাদক মো: ফয়সাল আজম অপু বলেন, “মেলার নামে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে এমন অশালীনতা ও অনিয়ম চলতে পারে না। এসএসসি পরীক্ষার সময়ে ডিজে বাজিয়ে পরীক্ষার্থীদের পড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত করাও শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিষয়টি নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, ১০টি শর্তে ৮ লাখ টাকা জামানতের ভিত্তিতে ৭ দিনব্যাপী মেলার ইজারা দেওয়া হয়। সর্বোচ্চ ১২ লাখ টাকার দর দিয়ে ইজারা নেন শফিকুল ইসলাম শফি। তবে গত বছর এর ইজারা মূল্য ছিল প্রায় ২৮ লাখ। অভিযোগ স্পষ্ট হয়েছে মেলার ইজারা মূল্য কমানো হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। আর সিন্ডিকেটের হোতা ছিলেন মেলার ইজারাদার শফি সরদার। এছাড়া অনেকেই মনে করছেন এর পিছনে আরও কোন বড় ভাই যুক্ত থাকতে পারেন।
বর্তমান এই পরিস্থিতিতে রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাঘা ইউএনও ওসিসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা ও জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।