বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ে পাবনায় ক্যাবের মতবিনিময় সভা

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গেল মাহে রমজানে বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমুল্যে স্থিতিশীল রাখায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের নজরদারিতে পাবনা সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করেন।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সিনসা সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক’র প্রতিনিধি সহকারী কমিশনার মোঃ আব্দুল আলিম। ক্যাব জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার।
পাবনায় নিত্যপণ্যের বাজার বিষয়ক বিভিন্ন মতামত উপস্থাপন ও এবং সেগুলোর সমস্যা সমাধানে বক্তব্য দেন ক্যাব জেলা শাখার সহ-সভাপতি রুহুল আমিন বিশ^াস রানা, যুগ্ম-সম্পাদক শফিক আল কামাল ও মীর ফজলুল করিম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, দপ্তর সম্পাদক ড. আল আমিন, প্রচার সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, নারী বিষয়ক সম্পাদক উম্মে সালমা কহিনূর, অর্থ সম্পাদক আজিজা পারভীন, কার্যকরী কমিটির সদস্য কৃষিবিদ জাফর সাদেক, অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, রফিকুল আলম রঞ্জু, করুণা নাসরিন ও মাহবুবা কাজল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের গৃহিত পদক্ষেপের কারণে এ জেলার ভোক্তারা সহনীয় মূল্যে পণ্যদ্রব্য ক্রয় করেছেন। বিভিন্ন নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ ছিলো। কোন সিন্ডিকেট যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে লক্ষে এ ধরনের পদক্ষেপ অব্যহত রাখার জন্য ক্যাব নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি জোরালো আহ্বান জানান। সেই সাথে অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সহযোগিতা কারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ জানান। সবাই মিলে একটি সুন্দর এবং শান্তির পাবনা গড়ে তোলার জন্য পারস্পাারিক সহযোহিতা ও আন্তুরিকতার প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *