বিং হিউম্যান বাংলাদেশের পাবনায় পিঠা উৎসব

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : বিং হিউম্যান বাংলাদেশের উদ্যোগে পিঠা উৎসব শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন। বিং হিউম্যান বাংলাদেশের সভাপতি শোআইব আহমেদ‘র সভাপতিত্বে এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, শহীদ এম মনসুর কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, এস আই মো. আনোয়ারুজ্জামান, পাবনা চেম্বার অব কমার্সের সচিব মো. আ. রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেসার্স সিনাস প্রেসের সত্ত্বাধিকারী ইসরাত জেরিন খান হেলেন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, বিং হিউম্যান বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাসানুল বান্না জিতু, সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক মিমি বিশ্বাস, শিশু সাংবাদিক আনাউরুল আরিক, সাআদ আল সামী, আরাফাত হোসেন সিজান।

পিঠা বানিয়ে সহযোগিতা করেছেন আফিয়া ইবনাত বিভা, নুসরাত জাহান, নাজনীন আফরোজ মনিকা, আলেয়া, মিমি বিশ্বাস, নুসরাত পারভীন জিম, সিমিন ইসলাম, শোআইব আহমেদ, জান্নাতুল ফেরদৌস রোশনি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *