বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ছাড়ালো ৪১ লাখ ৫৯ হাজারে

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ লাখ ৫৯ হাজার ৫১১ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৪০ লাখ ৯ হাজার ৯৯৪ জনে।এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৬১ লাখ ১৬ হাজার ৫৭১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নির্ণয়ক ওয়েব সাইট ওয়ার্ল্ডও মিটার থেকে শনিবার (২৪’ জুলাই) সকালে এই তথ্য জানানো হয়।

ওয়ার্ল্ডও মিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৫০ জন। আর মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৬৫৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৩১ হাজার ১৪৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৮ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ৪৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৪২০ জনের।

বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬ জন। একই সময় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *