ব্র্যাকের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

শেয়ার করুন

সংবাদদাতা : পাবনায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি) ব্র্যাক সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ ফেবুয়ারি) পাবনা বালিয়াহালট ঈদগাহ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহারুল ইসলাম। তিনি বলেন প্রতিবন্ধি শিশু যেন সমাজের বোঝা হয়ে না থাকে। সবাইকে তাদের হয়ে কাজ করতে হবে। তাহলেই এরা শিক্ষাসহ নিজের পরিচর্যা শিখতে পারবে। পরিশেষে ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

ব্র্যাক জেলা সমন্বয়ক মো: শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ। এছাড়াও আরো বক্তব্য দেন ম্যানেজার জেন্ডার সেফগার্ডিং ও ডিজএবিলিটি ইনক্লুশন মর্জিনা খাতুন, ডিভিশনাল ম্যানেজার রাজকেশর রায়, ব্র্যাক শিক্ষা কর্মসূচি উপজেলা ব্যবস্থাপক মো: সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক এনডিডি সেন্টারের প্রধান শিক্ষিকা মোছাঃ হোসনেয়ারা তুলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের অন্যান্য কর্মকতা স্থানীয়রা। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ছিল ৫০ মিটার দৌড়, টেনিস বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, মার্বেল কুড়ানো, যেমন খুশি তেমন সাজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।

উলেখ্য, ব্র্যাক এনডিডি সেন্টার প্রতিবন্ধী শিশুদের জন্য সমান সুযোগ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা এবং মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপযোগী করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ২০১৫ সাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি) সেন্টার পরিচালিত হয়ে আসছে। পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় অবস্থিত এই সেন্টারটি মূলত অটিজম স্পেকটাম ডিজঅর্ডার, সেরিব্রাল পালসি, ডাউন সিনডম, বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো এনডিডি শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সামাজিক ও শিক্ষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং স্বাস্থ্য এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা করা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *