শহর প্রতিনিধি ॥ পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং নূর কনস্ট্রাকশন-এর পৃষ্ঠপোষকতায় ভলিবল লীগ-২০২১ এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ধ্রুব-রুদ্র স্পোটিং ক্লাব।
বুধবার (২৩’ মার্চ) বিকেলে শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন আউটার স্টেডিয়ামে ৩-২ সেটে আদর্শ যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাবনা ধ্রুব-রুদ্র স্পোটিং ক্লাব।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য রেজা আহম্মেদ রাজা, নূর কনস্ট্রাকশন-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোকছেদুল আলম নয়ন, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, মো: আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, কাষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী, যুগ্ন সম্পাদক হোসনে আরা খাতুন হাওয়া, মো. রাশেদ হোসেন ফারুক, কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু ও মোসাদ্দেক আলী খান খসরু। আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য শেখ মো. মাহবুবুর রহমান বাচ্চু, মো. কামিল হোসেন, আলহাজ্ব মো. শরিফুল হোসেন (হাজী শরীফ), আকতারুজ্জামান জর্জসহ পাবনা জেলা ক্রীড়া সংস্থা ও ভলিবল সাব-কমিটির অন্যান্য সদস্যগণ।
গত ১০ মার্চ ২০২২ শুরু হওয়া ভলিবল লীগ ৪টি গ্রুপে জেলার ১৪ টি দলের অংশ গ্রহনে মোট ২২টি খেলা অনুষ্ঠিত হয়।