ভাগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন ইউএনও

শেয়ার করুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়ামে শতাধিক বীর মুক্তিযোদ্ধার সম্মেলন অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, বীর মুক্তিযোদ্ধা চন্দনসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা, সহকারি কমিশনার (ভুমি) বিপাসা হোসাইন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ছবি, উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস-চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ।

শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারি জাতীর ত্রেষ্ঠ সন্তানদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *