ভাঙ্গুড়ায় প্রাণের ডেইরী হাবে নকল দুধ তৈরি; ৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাণের একটি ডেইরী হাবে নকল দুধ তৈরির অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

বুধবার (১২ এপ্রিল-২০২৩ খ্রি.) সকালে উপজেলার ভবানীপুর গ্রামে প্রাণের দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট শাখায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির মালামাল চিনি, লবণ ও কস্টিক সোডা মিশ্রণ পাওয়া যায়। দুধের মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য কস্টির সোডার আলামত পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় শাখা ব্যবস্থাপক মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১৯ বস্তা চিনি ও এক বস্তা কস্টিক সোডা উদ্ধার করা হয়। ডেইরী হাবের এজেন্ট শামীম এবং সিদ্দিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা স্যানিটারী ইনস্পেটর মো: নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা প্রদান করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *