ভারত বাংলদেশ সাাহিত্য সংস্কৃতি পরিষদের পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ পাবনা জেলা কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও কবিতা পাঠের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

বুধবার (১৪ ডিসেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব গলি রানা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় দৈনিক মুক্তচেতনা কার্যালয়ে সংগঠনটির পাবনা জেলা কমিটির আহবায়ক জেবুন্নেছা ববিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব অশ্রু সাগর আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লেখক সাংবাদিক শফিক আল কামাল, জেলা কমিটির সদস্য কবি প্রাবন্ধিক খান আনোয়ার, কবি আব্দুস সাত্তার শেখ, কন্ঠশিল্পী শামীমা রহমান সীমা, কবি জামিল হোসেন, আজকের দর্পনের পাবনা জেলা প্রতিনিধি মামুন হোসেন, দৈনিক সিনসা’র স্টাফ রিপোর্টার নুসরাত জাহান কেয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তাগণ বলেন পাবনায় বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে বুদ্ধিজীবীদের সম্পর্কে জ্ঞানদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করা সহ পাঠ্যবইয়ে বিষয়টি অন্তভূক্ত করণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা কর্তৃপক্ষের নিকট দাবি জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *