মুক্ত চেতনা ডেস্ক : দুই বাংলার গুণী কবি সাহিত্যিক শিল্পী ও আবৃত্তিকারদের নিয়ে ভারত-বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।
১ মে ২০২২ খ্রি. থেকে ৩০ জুলাই পর্যন্ত এই আহবায়ক কমিটি’২০২২ এর মেয়াদ ৯০ দিন।
আহবায়ক কন্ঠ শিল্পী রানা মুখার্জি, টালিগঞ্জ পশ্চিমবঙ্গ, ভারত।
প্রফেসর মু.নজরুল ইসলাম তামিজী, ঢাকা বাংলাদেশ,
যুগ্ম আহ্বায়ক
১. শিশু সাহিত্যিক তারাশঙ্কর চক্রবর্তী, বাকুড়া ভারত,
২. কবি সাংবাদিক আবু হানিফ হৃদয়, ঢাকা বাংলাদেশ, ৩. কন্ঠ শিল্পী দিপা দাস, পশ্চিমবঙ্গ, ভারত,
৪. কবি ও সাংবাদিক অশোক ধর, ঢাকা বাংলাদেশ,
৫. কবি ও সংগঠক হাফিজুল ইসলাম, খুলনা বাংলাদেশ,
৬. ড. মুহাম্মদ জমির হোসেন, ঢাকা বাংলাদেশ,
ড. গাজী রহমান, মেহেরপুর বাংলাদেশ,
৭. ড. মুসলিমা জাহান ময়না, ঢাকা বাংলাদেশ,
৮. লিটন হায়দার, ঢাকা বাংলাদেশ,
৯. ড. আরিফ বিন ইসলাম, ঢাকা বাংলাদেশ,
১০. ডা. এস দাস, পিরোজপুর বাংলাদেশ,
১১. কাপ্তান নুর, ঢাকা বাংলাদেশ,
সদস্য সচিব
কবি তৌহিদুল ইসলাম কনক, ঢাকা বাংলাদেশ,
যুগ্ম সদস্য সচিব
১. কবি অসীমা দেবী, ত্রিপুরা ভারত,
২. আবৃত্তি শিল্পী রোকসানা লাকী, ঢাকা বাংলাদেশ,
৩. আসমীতা গাংগুলী, কলকাতা ভারত,
৪. কবি বাপ্পি সাহা, ঢাকা বাংলাদেশ,
৫. কবি ইব্রাহিম রেজা, যশোর বাংলাদেশ,
৬. অলোক মিঞা, পিরোজপুর বাংলাদেশ,
৭. বিপ্লব মন্ডল, ভারত, ৮. আরিফা মিলি, ঢাকা
বাংলাদেশ, ৯. সাহেদ বিপ্লব, ফরিদপুর
বাংলাদেশ, ১০. সাহেল আহমেদ সোহেল,
ঢাকা বাংলাদেশ, ১১. তমা কর্মকার,
উত্তর ২৪ পরগণা ভারত,
সদস্য
১. কবি শিপ্রা দেবনাথ, উত্তর দিনাজপুর, ভারত,
২. লেখক সাংবাদিক শফিক আল কামাল, পাবনা, বাংলাদেশ, ৩. পুস্পিতা দাস, আসাম, ভারত, ৪. ব্রজগোপাল বৈষনব, উত্তর দিনাজপুর, ভারত,
৫. উশরী মন্ডল, দক্ষিণ 24 পরগনা, ভারত,
৬. টুম্পা পাল, হুগলি ভারত, ৭. মনিরা বেগম, ধামরাই , ঢাকা, ৮. বিবেকানন্দ মিস্ত্রি, কলকাতা ভারত,
৯. উদিত শর্মা, উত্তর 24 পরগনা ভারত, ১০. শ্রুতি শর্মা, ঢাকা, বাংলাদেশ, ১১. শুক্লা রায়, জলপাইগুড়ি, ভারত,
১২. ঝুমুর সরকার, বর্ধমান ভারত, ১৩. উত্তম দাস, ঢাকা, বাংলাদেশ, ১৪. আয়েশা সিদ্দিকা, মহাদেবপুর নওগাঁ,
১৫. কণ্ঠশিল্পী নন্দিতা দাস, চাঁদপুর, বাংলাদেশ, ১৬. গোপাল দেবনাথ, হুগলি, ভারত, ১৭. দয়াময় পোদ্দার, উত্তর 24 পরগনা ভারত, ১৮. মৌমিতা দে ধর, কলকাতা ভারত, ১৯. নুরুন নাহার মুন্নি, চাঁদপুর, বাংলাদেশ, ২০. শিশির আলম, ঢাকা বাংলাদেশ, ২১. চিএা রানী, ঢাকা বাংলাদেশ, ২২. কবি ইকবাল হোসেন, ঢাকা বাংলাদেশ,
২৩. কবি শাহেদ ফারশী, ঢাকা বাংলাদেশ, ২৪. কবি দেবাঞ্জন চক্রবর্তী , বাকুরা ভারত, ২৫. শাহানাজ বেগম, ঢাকা, ২৬. লেখক সুব্রত হালদার, গোপালগঞ্জ, ২৭. হুমায়ারা ইসলাম, সদর, নরসিংদী, ২৮. রোকসানা পারভীন, সদর মুন্সিগঞ্জ, ২৯. আবৃত্তি শিল্পী লুলুয়া ইসহাক মুন্নি, ঢাকা বাংলাদেশ ও ৩০. কণ্ঠশিল্পী সর্বানি দত্ত, নদীয়া, কৃষ্ণনগর ভারত সহ ১০১ জনের কমিটি।