ভারত-বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ভারত বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতি পরিষদের সম্মিলিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভারতের কবি ও আবৃত্তি শিল্পী ড. দ্যুতি দত্ত গুপ্ত, বাংলাদেশের কবি ইকবাল হোসেন এবং কবি ও সাংবাদিক শফিক আল কামাল।

বৃহস্পতিবার (২০ জুলাই) ২০২২ খ্রি. সন্ধ্যায় রাজধানী ঢাকা’র হোটেল মিডনাইট সানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। দুই বাংলা’র শিল্প সাহিত্য ও সাংস্কৃতির বিকাশে সাংগঠনিক কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান বরুণ, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, টেলিটক বাংলাদেশ লিঃ রাজবাড়ী’র সেলস্ ডিস্ট্রিবিউশন এন্ড সিআরপি ডেপুটি ম্যানেজার মো. মোজাহিদুল হক সবুজ, এশিয়ান টিভি’র রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান আখতার রহমান, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম, সাভার মডেল কলেজ ঢাকা’র ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর প্রভাষক মো. মোর্শেদুল হক স্বপন, পাবনা সাঁথিয়া জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান সোহাগ, যুব-মহিলা লীগ পাবনা জেলা শাখার সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) পাবনা জেলা শাখার সহ-সভাপতি কবি গল্পকার আলমগীর কবির হৃদয়, মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি আবৃত্তিকার মমতাজ রোজ কলি, আজকের দর্পণ পাবনা জেলা প্রতিনিধি মামুন হোসেন ও উত্তরণ পাবনার সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *