ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে পাবনার নবাগত সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই‘র জেলা প্রতিনিধি এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, ডিবিসি’র স্টাফ রিপোর্টার পার্থ হাসান, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।

প্রজেক্টেরের মাধ্যমে ভিটামিন এ প্লাস বিষয়ে ভিডিও প্রদর্শন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ খায়রুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ জাহিদ কামাল। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ছিফাত রহমান সনম, যুগ্ম-সম্পাদক দৈনিক ইছামতি‘র ব্যবস্থাপনা সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক ইঞ্জি সোহেল রানা, রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক দৈনিক বিবৃতির নিবার্হী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মর্নিং টাচের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রুমি খন্দার, আর টিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংবাদিক এস এম আলম, পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ওরিয়েন্টেশনে জানানো হয় ১৫ মার্চ (শনিবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৯৩০ টি কেন্দ্রের মাধ্যমে পাবনা জেলার ৪ লক্ষ ৪২ হাজার ৭ শ শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুর সংখ্যা ৫৫ হাজার ৭ শ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *